কষ্টের ক্যাপশন।ভালবাসার কষ্টের স্টাটাস।দারুণ সব কষ্টের উক্তি। ফেসবুক স্টাটাস।

কারো স্মৃতি আমায়, পাগল করে রেখেছে
কখন মরে যাই,কাফন সেলাই করে রেখেছে, 
দাফন করার আগে, 
আমার হৃদয় বের করে নিও,
ও দাফন না হয়ে যায়,
যাকে হৃদয়ে লুকিয়ে রেখেছি।
বুঝিনা মানুষ আমার থেকে কী চায়!
সবসময় আমাকেই কষ্ট দিতে চায়।জানিনা,
আমার দেখে তারা কী বোঝে!
আমাকে পুড়িয়েই শান্তি পায়।
তোমাকে ভুলে যাব,
সমস্যা তো একটা আছে!😑 
তোমাকে ভুলে,কাকে মনে করব🥹
সারা দুনিয়ায় কষ্ট আমার,
কারন তুমি নও আমার।😪
এটা মেনে নিয়েছি,সে আমার না।
এরকমও না,যে তার প্রতি ভালবাসা হয় না। 
কীভাবে তাকে,মন থেকে বের করবো? 
এ হৃদয়ের মালিক সে,অন্য তো কেউ না। 
তোকে মনে করে,নিজেকে ক্লান্ত করে ফেলি,😑
প্রতিদিন তোকে দেখার অপেক্ষা করি,😑 
এই জীবনে তুই আমার হবি না,জেনেও😪 
তোকে ভালবেসে যাই।🥹
আমার চোখের পানি,😪
তোর চোখেরই মেহেরবানি 👩👁️‍🗨️
তোর চলে যাওয়া আমাকে ভয় পাওয়ায়,
আমাকে ভয় পেতে দে। 
তুই আমাকে ভালবাসবি কী না বাসবি তোর ইচ্ছা। 
আমি তোকে ভালবাসি,আমাকে তো বাসতে দে।
আমি যেটা পাইনি বা হারিয়েছি সেটা আমার ছিল না,
কিন্তু তুমি যা হারিয়েছো,সে শুধুমাত্র তোমারই ছিল।
তুমি আমার হও বা নও,
আমার স্বপ্নে আসতে ভুলে যেও না।🥹🥰
যদি খুঁজো,মিলে তো অবশ্যই যাবে।
 কিন্তু আমার মত করে,কে তোমাকে চাইবে! 
দূরত্ব এত হবে বুঝতে পারি নি, 
আমার সামনে তুমি বসে ছিলে, 
কিন্তু আমার ছিলে না। 
ওর যাওয়ার পরে তো,হাসতেই ভুলে গেছি। 
মন এমনভাবে ভেঙেছে,যে কাউকে,
মন দেয়া ছেড়ে দিয়েছি।
ও পৃথিবীতে খুঁজতেছে,আমার থেকে বেটার,
তাইতো,সারা পৃথিবী ছেড়ে দিয়েছি।
ভেবেছি,তোমাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দেবো।
মনকে বললাম,ভুলে যা ওকে। 
মন বলল,দ্বিতীয়বার এই কথা বললে 
শ্বাস নেয়াই বন্ধ করে দেবো।
স্মৃতি কী এক অদ্ভুত জিনিস,
সারাজীবন যে স্মৃতি ভোলার চেষ্টা করো, 
সেটা ভোলা যায় না।🥹 
আর কখনও কখনও 
ছোট কোন স্মৃতি মনে করার চেষ্টা করও,
মনেই পরতে চায় না।
হে খোদা! হৃদয় ও তুমি বানাইছো, 
ভাগ্য ও তুমি বানাইছো। 
তাহলে,যে হৃদয়ে থাকে,সে ভাগ্যে কেন থাকে না। 
চোখের জল কেউ দেখে না, 
ভেতর থেকে মরে গেছি,কেউ জানেনা। 
তোমাকে পাওয়ার জন্য, 
নিজের কত সময় শেষ করে দিলাম। 
তোমাকে যে সহজেই পেয়ে যাবে,সে কত ভাগ্যবান।
ভালবাসায় আমার থেকে বেশি পাগল কেউ না
কিন্তু ওর কাছে,আমি কিছুই না।
তোমাকে না পাওয়ার অতৃপ্তি, 
তোমাকে না দেখার বেদনা,
 সবই তো জমে হয়,এক আকাশ কালোমেঘ।
যা কখনো বৃষ্টি হয়ে ঝরে পরে না। 
বেদনার এই বিন্দুজল, 
আকাশেই স্বপ্ন আঁকে। 
ওই কালোমেঘে। 
কারো থেকে কিছু নেই নি আমি।
আমার সবকিছু হারিয়েছি আমি। 
সে আমার কাছে একটুখানি আলো চেয়েছিল, 
তো,পুরো ঘর জ্বালিয়ে দিয়েছি আমি। 
সত্যি কথা বলতে,আমিও মাঝে মাঝে ভাবি,
এটা কী করলাম আমি!
একজন জিজ্ঞেস করলো,কাঁদো কীভাবে, 
তাকে,তৎক্ষনান ই হেঁসে দেখিয়ে দিলাম আমি। 
অনেক গভীর ছিল রাত,কিন্তু আমি ঘুমাইনি। 
মনে ব্যথাও ছিল অনেক,কিন্তু আমি কাঁদিনি। 
কেউ নেই আমার,যে জিজ্ঞেস করবে, 
কার জন্য রাত জাগছো,
আর কার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছো।
কাউকে ভালবাতো,যে আমি ছিলাম না।
😊এই বিষয়টাই আমার 
চেয়ে ওকে বেশি কষ্ট দিতো।👩
এই যে ফুল দেখতে পাচ্ছো,🌸
এরকমই ছিল ওর কথা। 
এই ঝিল দেখতে পাচ্ছো,
যেখানে সে আমার সাথে দেখা করতো🏞️ 
ও চলে যাওয়ার পর, 
কখনো ঠিকভাবে ঘুৃম থেকে উঠতে পারি নি।
😑ও আমাকে স্বপ্ন থেকে না,ঘুম থেকে উঠাতো🥹
আমি যাকে চাই,সে চায় অন্য কাউকে।🥹
খোদা, সে যাকে চায়,সেও যেন চায় অন্য কাউকে😊😀
কে তোমার কাছ থেকে উঠে,ঘরে যায়। 
তুমি যাকে ছুয়ে ফেলো,সে মারা যায়। 
এই সুন্দর হৃদয় দিয়ে,কত মিথ্যা কসম খেতে পারো।


তোমাকে অনেক ভালবাসি,

অবহেলা করো না।

আমাকে মেরে ফেলো,

তবুও,চোখে চোখ রেখো

অবহেলা করো না।

ভালবাসায় আমার চেয়ে বেশি পাগল কেউ না।

কিন্তু আমি তার কাছে অর্ধেকের ও অর্ধেক না।

 

আমার জীবনের সমস্ত দুঃখ

 তোমার সাথে শেয়ার করেছি।

আমাকে,👉 তোমার দুঃখ দেওয়া ঠিক হলো না।
 

 

লেখা চলবে…আরও ক্যাপশন,উক্তি, স্টাটাস যুক্ত হবে।সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

 

Great friends, I am the writer and founder here. And I share quotes, social media captions, statuses, various poems, rhymes, stories. I also write blogs on various topics. Through which you can get entertainment and it will be useful in your social media and real life.

Sharing Is Caring:

Leave a Comment