আমার কাছে,ভালবাসার শব্দের অর্থ দয়া এবং মায়া।
এটা আমার নিজস্ব অভিব্যক্তি।
বরং বলতে পারি,দয়ার অপর একটি রূপ।
রবীন্দ্রনাথের ভাষায়,তুমি দয়া না করিলে কে পারে!!
এবং মায়ার একটি সামগ্রিক রূপ।
কারন যার জন্য ভালবাসা থাকবে, তার জন্য দয়া অবশ্যই থাকবে।
আর কখনো থাকবে মায়া, কিংবা সবসময়।
ভালবাসা!
এই ছোট শব্দটির সংজ্ঞা, ধারনা,অভিব্যক্তি,আবেগ,অনূভুতি এক এক জনের কাছে এক একরকম।
আবার ধরনভেদে ভালবাসার সংঞ্জা সহ তার যাবতীয় কাঠামো,কার্যক্রম ভিন্ন ভিন্ন।
চারটি শব্দের হলেও,
তার ক্ষমতা ০৪ এ সীমাবদ্ধ নয়।
তার বিস্তৃতি তো জীবনের পুরোটা জুড়েই।যা কোন সংখা বা অন্য কোনকিছু দিয়েই নিরূপণ করা সম্ভব নয়।
ভালবাসা, তার দ্বারা সংগঠিত হয় সফলতা,ব্যর্থতা, যুদ্ধ, মৃত্যু আরো তৈরি হয় জীবনের লাখো,কোটি উপকরণ।
জীবনে ঠিক অক্সিজেনের মতোই,ভালবাসাকে স্কীপ করার সুযোগ নেই।
যখন!
একটি মানুষের জীবনের সমস্ত অক্সিজেন ফুরিয়ে যায়,সে ফুরিয়ে যায়।তবুও,মানুষটির জন্য ভালবাসা অনেকদিন স্থায়ী হয়।কারো কারো জন্য তো,যুগের পর যুগ।আবার কেউ কেউ তো,পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ও ভালবাসায় থেকে যাবে।
ভালবাসার যে কত প্রকারভেদ, তা তো বলে শেষ করা করা কষ্টকর।কীংবা ভালবাসার সব প্রকারভেদ কেউ করতে পেরেছে বা পারবে কীনা,আমার জানা নেই।
ভালবাসা নিয়ে কবি,সাহিত্যিকরা লিখে যাবে পৃথিবী ধ্বংস অব্দি।
তারপরও, তাকে নিয়ে বর্ণনা, বিশ্লেষণের শেষ হবে না।
শেষ হবে না,তাকে নিয়ে নতুন নতুন সাহিত্যের।
এক একরকম ভালবাসার স্বাদ এক একরকম।
আলাদা আলাদা আবেগ,আলাদা অনূভুতি, আলাদা প্রকাশ মাধ্যম, আলাদা আলাদা ভাললাগা।
প্রকারভেদে ব্যর্থতা,সুখ,দু:খ,আবেগ,অনুভূতির স্বাদও ভিন্নরকম।
কী এক আজব জিনিস! তৈরি করলেন,সব কিছুর কারিগর।
ভালবাসার ব্যবহার, ভালবাসার সমাহার,ভালবাসার অঙ্গিকার বা ভালবাসার সমস্ত আকাঙ্ক্ষার
কোন কিছুই বরং ভালবাসাটাকেই কোনভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারও।
ভালবাসা ছাড়া বেচে থাকার সম্ভাবণা কতটুকু বা কতসময়?? এক সেকেন্ড ও নয়।
যার জীবনে কোন ধরনের ভালবাসাই নেই,ভালবাসার কোন মানুষ নেই।
সেতো জ্যন্ত মরা, সে একটি লাস। বেঁচে থাকলেও, সে খুব দ্রুতই মৃত্যুর সাক্ষাৎ পাবে,যদিনা কোন ভালবাসা সে না পায়।
আমরা কোন কোন ভাবে,কারো না কারো ভালবাসায় বেচে থাকি। সর্বপ্রথম তো সৃষ্টিকতার দয়া আর ভালবাসায় সবাই বেঁচে থাকি।যারা আস্তিক,কেউ দ্বীমত হওয়ার কথা নয়।
কিন্ত,দুনিয়াতে বেচে থাকতে,বেঁচে থাকার অনুপ্রেরণা পেতে কিংবা জীবনযাপন করতে কারো না কারো কিংবা অনেকের ভালবাসার মধ্যেই আমরা অতিবাহিত হচ্ছি।
হোক সে মা,বাবা কিংবা সে সমস্ত মানুষের যাদের ভালবাসায় আমরা নিয়মিত এগিয়ে যাচ্ছি।
যখনই,ভালবাসার কেউ থাকবে না।তখনই জীবন পুরোপুরি বিস্বাদময় হয়ে উঠবে,জীবন পেতে চাইবে মৃত্যুর স্বাদ।যতক্ষণ না কেউ না কেউ তাকে আবার কোনভাবে ভালবাসছে।
আর না পেলে,সে মৃত্যুর স্বাদ পেয়ে যাবে।হারাবে চিরদিনের জন্য, এই ভুবন।
★আমরা কোন, কোন ভালবাসাকে পেতে,বা হারিয়ে
জীবনের সব সুখ ভুলে যাই,দু:খের সাগরে ভেসে যাই।
কখনো মৃত্যু যাত্রায় শামিল হই,শামিল হই কতসব অসুন্দরের কাটাবনে।
কিন্তু আমরা ভেবে দেখলে পাবো যে, আমাদের কে ভালবাসার জন্য আরও কত মানুষ এখনও পৃথিবীতে আছে।কেউ কেউ তো আমাদের ভালবাসায়ও বেচে আছে।বেঁচে থাকে। হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
আমরা যারা অনেক ভালবাসার কারনে,কষ্টের ভেলায় ভাসি।
আমাদের সৌভাগ্য যে,আমাদের কে ভালবাসার জন্য আরও কেউ কেউ অবশিষ্ট আছে।
কিছু ভালবাসার কোন বিকল্প হয় না,কিছু ভালবাসার হারিয়ে যাওয়ার ক্ষতি এবং ক্ষত অপূরনীয়, এটা সত্যি!
তবে,আমরা অন্যসব ভালবাসার কথা চিন্তা করে।
হারিয়ে যাওয়া,না পাওয়া,ব্যর্থ ভালবাসাগুলোদের।
প্রকারভেদে,
ভালবাসাদের ভুলে যেতে পারি,দোয়া-প্রার্থনায় রাখতে পারি,আদর্শ রাখতে পারি,স্মৃতি রাখতে পারি,মায়ায় বেঁধে রাখতে পারি,সাহিত্যে রাখতে পারি,লিখে রাখতে পারি।
করনীয় আপনাকেই, খুঁজে নিতে হবে।
আবার কোন কোন ভালবাসা আপনাকে সফলতার স্বর্নশিখরে নিয়ে যাবে।
পৃথিবীর সমস্ত সফলতার পেছনেই,ভালবাসার অবদান অনস্বীকার্য।
সুতরাং, ভালবাসাকে যেহেতু, অস্বীকার বা এরিয়ে যাওয়ার সুযোগ নেই।
তাই,কোন ভালবাসার কারনে বেদনা,দু:খ,কষ্টে পতিত হলে
অন্য যেকোন ভালবাসার ভরসায়,অনুপ্রেরণায় কিংবা অন্যসব ভালবাসার মানুষদের কথা মাথায় নিয়ে সামনের পথ এগিয়ে যাওয়া বান্ঞ্চনীয়।
এবং এটাও সত্যি,একটি বা একধরনের ভালবাসা হারালে
আপনি অন্যসব বা অন্য কোন ভালবাসা আপনাকে কাছে টেনে নেবে,নিতে চাইবে।
এটাই পৃথিবীর নিয়ম।
ভালবাসা নিয়ে তো হাজার কোটি শব্দ লেখা হয়ে গেছে।
হয়ে গেছে শত,সহস্র আরও গনণা করা সম্ভব নয় যে এতো এতো সাহিত্য, গল্প আরো কত কী!
ভালবাসায় তৈরি হয়েছে নতুন নতুন প্রেক্ষাপট।
এককথায়, ভালবাসা ছাড়া সব অর্থহীন।
ভালবাসার পরিপূরক কেবল ভালবাসা।
ভালবাসা চোখে দেখতে না পাওয়া অনুভূতি।
যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করাই সম্ভব।
মস্তিষ্কে ধারন করা সম্ভব।
আমি বলতে চাই,আমার অভিভ্যক্তি।
ভালবাসা নিয়ে আমার স্পেশাল দর্শন হলো,
দয়া এবং মায়া।
যার মাধ্যমে ভালবাসার উৎপাদন হয়।
ভালবাসার উৎপাদনস্থল হলো দয়া আর মায়া।
যেকোন,ভালবাসা জন্ম হয় দয়া-মায়ায়।
অথবা,শুধু দয়া কিংবা শুধু মায়ার প্রয়োজন বাধ্যতামূলক।
দয়াহীন,মায়াহীন হৃদয় ভালবাসা জন্ম দিতে পারে না।
ভালবাসা ধরে রাখতে পারে না।
ভালবাসায় সফল হতে পারে না।
যখনই দয়া-মায়ার সমাপ্তি ঘটে,
ভালবাসার ও সমাপ্তি হয়।
তাই,ভালবাসাকে বাঁচিয়ে রাখতে,ভালবাসাকে অমর করতে,ভালবাসাকে টিকিয়ে রাখতে কিংবা ভালবাসার ইতি টানতে, হৃদয়ে দয়া-মায়ার ব্যবহার বাড়াতে হয় কিংবা কমাতে হয়।
কখনো কখনো হত্যা করতে হয় হৃদয়ের দয়া, মায়াকে কোন কোন ভালবাসার জন্য। বেঁচে থাকার জন্য।
ভালবাসা নামক অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লিখে,গবেষনা করে শেষ করা যাবে না।
তবুও,অসীম এ উপাদানটি নিয়ে সাহিত্য থেকে সংগ্রাম সবই চলবে।চলতে থাকবে অনাদি অনন্তকালধরে।
★আপনার কাছে ভালবাসার শব্দের অর্থ কী,এর সংঞ্জা কী জানাতে পারেন,মন্তব্যের ঘরে।।।
❤️ ভাল থাকুক পৃথিবীর সমস্ত ভালবাসা।
পবিত্র হোক,চিরন্তন হোক,সুখী হোক।
ভালবাসার সাথে বহমান দু:খ,কষ্ট ঘুচে যাক।
ভালবাসার সাথে শুধু লেগে থাকুক সুখ আর সুখ।
জীবনঘনিষ্ঠ কোন বিষয় নিয়ে, কোন আর্টিকেল,ব্লক পেতে চাইলে,জানতে চাইলে মন্তব্যের ঘরে জানান।
অথবা আমাদের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ মাধ্যমগুলোতেও জানাতে পারেন।