চরম লেভেলের এটিটিউড ক্যাপশন। Bangla attitude status

😎আমি দাবা কেন খেলি না জানো?🎲
কারন,বন্ধুর বিরুদ্ধে চাল চালি না, 
আর শত্রুকে কখনও সামনে বসাই না
যে একবার মন থেকে উঠে গেছে।😑
আমার কিছু যায় আসে না,
সে মরলো নাকি বাঁচলো😎
যে আমাকে ছেড়ে গেছে,তার জন্য কষ্ট নাই। 
বদ নসীব তো ও, যার নসীবে আমিই নাই।
যে আমাকে ছেড়ে গেছে,তার জন্য কষ্ট নাই।
বদ নসীব তো ও,যার নসীবে আমিই নাই। 
আমার এটিটিউড আমার শক্তি 😎😎
এতো বেশি এটিটিউড দেখাইও না,
দেমাগ আমারও কম নেই😎 
মানুষকে তাড়াবেন না,
তাদের আকৃষ্ট করুন🌸
আমার সম্পর্কে না ভেবে,
আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভাবুন 😎
ব্যস্ত হবেন না,শান্ত হোন
ব্যস্ততার চেয়ে,শান্ত থাকা গুরুত্বপূর্ণ।
আমি এমনভাবে চলি,
যেন রাজার মুকুট টা আমারই।
ভালবাসা আর দয়ায় জয় হয়,
বাজে কথায় নয়❌
আমার নীরবতা দিয়ে তোমায়,
হত্যা করবো 😎
প্রথমে আমার মুকুট পরবো👑
তারপর শাসন করবো।
পিছনে পরে থাকার জন্য নয়,
জয় করার জন্য আমার জন্ম হয়েছে 👑
আমার আত্মবিশ্বাস বলে,
যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা 
করার জন্য আমি সর্বদা প্রস্তুত😎

লেখা চলবে…আরও ক্যাপশন,উক্তি, স্টাটাস যুক্ত হবে।সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

 

Great friends, I am the writer and founder here. And I share quotes, social media captions, statuses, various poems, rhymes, stories. I also write blogs on various topics. Through which you can get entertainment and it will be useful in your social media and real life.

Sharing Is Caring:

Leave a Comment