তোমার প্রেমে পরেছি।🥰 তোমাকে হৃদয়ের কথা, আজ বলি বা কাল বলি, বলি বা নাই বলি, তোমাকে পাই বা না পাই, সে বিষয়ে কোন ধ্যান নাই, তোমার প্রেমে পরেছি,এটাই এটাই,উচ্ছ্বাসিত করে আমায়।🌸
✅প্রেম করার চেয়ে,প্রেমে পরার অনুভূতি সবচেয়ে দারুণ, রোমাঞ্চকর, ভাললাগার,অবসাধমুক্ত থাকার।আমার কাছে প্রেমে পরার অনুভূতি নিয়ে সবচেয়ে ভাল বিশেষন সেটাই মানায় যা অন্তত আমার শব্দে আসছে না।কিন্তু কবি,সাহিত্যিকরা ঠিকই, অনেক ভাল ভাল বিশেষন দিতে পেরেছেন।
✅ তাইতো, নজরুলকে পড়ে, যতদূর বুঝেছি তার বিদ্রোহী থেকে ভালবাসার কবি বণে যাওয়া আবার দ্রোহের সাহিত্য সৃষ্টি। সবকিছুতেই তার বার বার প্রেমে পরার কারনে,তার সাহিত্যের মাধুর্যতা বিস্তৃতি পেয়েছে। পেয়েছে কবির প্রেম জীবন থেকে প্রেম সাহিত্যের অসাধারণ পর্যায়িতকরন। আর কবির অসাধারণ, প্রানচন্ঞল,হৃদয় প্রশান্তকরন সাহিত্যের সৃষ্টি যেন,বারবার প্রেমে পরার কারন। যদিও,কবি প্রেম করার চেয়ে প্রেমেই বেশি পরেছেন। তিনি,অনেক কিছুর প্রেমেই পরেছেন।তবে,নারী প্রেমে তিনি বারবার পরেছেন।
🙂প্রিয় নজরুলকে নিয়ে লেখার ইচ্ছেটা প্রশমিত
করে,আজকের টপিক প্রেমে পরা নিয়ে একটু ভাবাবেগ প্রকাশ করি😀
✅আপনি তাকে পান বা না পান কোন সমস্যা নেই,প্রেমে পরার অনুভূতি সবার আগে।তাইতো,প্রেমে পরার অনুভূতি পেতে তাকে পাওয়া না পাওয়ার প্রশ্ন পেছনে পরে থাকে।
✅অভিজ্ঞতা না থাকার মত হলেও😀আপনাদের মত আমিও,ছোট্ট জীবনে কাউকে চেয়েও পাইনি, আবার কাউকে পেয়েছিলাম,আবার হারিয়েছে, খুঁজেছি।
✅ছোটখাট সব স্টেপ পারি দেয়ার দরুন,প্রত্যেক স্টেপের অনুভূতি কম-বেশি হয়েছে। আমার কাছে সবচেয়ে প্রিয় এবং উদযাপন করার মতো স্টেপ কাউকে পেয়ে হারানো,কিংবা ওয়ান সাইডেড লাভ বা একতরফা ভালবাসা। এটার অনুভূতি কষ্টের হলেও। উদযাপন করার মত একটি বিষয় এটি, আমার কাছে।
✅তারপরে, ভাললাগার স্টেপ ভালবাসার মানুষটিকে জানানোর আগ মুহূর্ত পর্যন্ত,যে অনুভূতি থাকে সেটা।
✅আর সব স্টেপের চেয়ে, সবচেয়ে ভাললাগার, আকর্ষণীয় অনুভূতির সময়টা হচ্ছে, প্রেমে পরার অনুভূতি। তাইতো, বারবার প্রেমে পরেছি বিভিন্ন সময়ে কারনে, অকারণের বর্ণেও।
✅যদিও,আমার কাছে মনে হয় প্রেমে পরারও কিছু ক্যাটাগরি থাকতে পারে।
✅একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো,কাউকে শুধুমাত্র ভাললাগা আর প্রেমে পরা এক নয়।
✅প্রেমে পরতে হলে একসঙ্গে কয়েকটি উপাদান কাজ করবে যেমন : প্রচন্ড ভাললাগা,তাকে অনেকটাই ভালবেসে ফেলা,তার জন্য স্পেশাল আবেগ,গভীর অনুভূতি, তাকে নিয়ে চিন্তা করা,তার চিন্তায় রাত জাগা এবং তার জন্য ব্রেইনের ডোপামিন নি:স্বরিত হবে তরিৎ বেগে, তাকে দেখলেই আবার তাকে ভেবেও,তাকে দেখামাত্রই হার্টবিট গতি ছাড়াবে ঘন্টায় ২০০ মাইল,আবার ব্রেক ফেল মারারও উপক্রম হতে পারে।আরও কত কী সিনট্রমের আবির্ভাব হয়,তাতো আপনারা কম বেশি সবই জানেন।
★একসঙ্গে কী একের অধিক প্রেমে পরা সম্ভব??
✅আমি মনে করি,সম্ভব। কারন, পূর্নাঙ্গ ভালবাসার আগে আসে প্রেমে পরার অধ্যায়। তাই,একসঙ্গে অনেকের প্রতি প্রেমে পরার সম্ভাবনা থাকলেও।
যখন একজনের সাথে ভালবাসার পূর্নাঙ্গতা পাবার যাত্রা শুরু করে।তখনই,বাকী যাদের উপর প্রেমে পরার ভূত চাপা থাকে।সেগুলো ক্ষীণ হয়ে যায়।এবং ওই প্রেমে পরার ভূত ছেড়েও পালায়,যদি একটি প্রেম সরিষার মত কাজ করে। ভূত তাড়াতে সরিষার ব্যবহার, যেরকম আমরা বলে থাকি!!
🚫 যদিও,বর্তমান পেক্ষাপট এবং জেনারেশনে লয়্যালিটি এবং বিশ্বস্ততার প্রশ্ন আসতে পারে।
এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে, সে কতটা পরিচ্ছন্ন ব্যক্তিত্বের।
✅তবে,যার যার প্রেমে পরা হবে,তার মধ্যে যে ভালভাবে এবং আগে রেসপন্স করবে,পরিপূর্ণতা স্তরের দিকে আগে অগ্রগামী হবে।মূলত,তার দিকেই অগ্রসর হয়ে বাকীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধ করাই,স্বাভাবিক ব্যাপার হতে পারে।
✅প্রেমে পরার চমকপ্রদ,বৈদ্যুতিক অনুভূতিগুলো আরও বিস্তার লাভ করবে,যখন অপর ব্যক্তির রেসপন্স আসা শুরু হবে।সে আপনাকে গুরুত্ব দিবে।সর্বোপরি তার পজিটিভিটি থাকবে।
এটা,কিন্তু হৃদয়কথা প্রকাশ করার আগের মুহূর্ত।প্রেমে পরার পরে তা.. সুন্দরভাবে পরোক্ষভাবে প্রকাশের মাধ্যম।
✅সর্বোপরি,প্রেমে পরার স্বাদ এক সমুদ্র সমান স্বাদ লাগায়।
★আপনার প্রেমে পরার ভাবাবেগ ও শেয়ার করতে পারেন
★কেমন ছিল আপনার প্রেমে পিছলে যাওয়ার অনুভূতি কিংবা কেমন হয় আপনার হৃদয়ের ঢেউ।