হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এমন সব মজার জোকস।নিজে হাসুন,অন্যকেও পাঠান।

বান্ধবী বলল,
আম্মু আমাকে ডিজিটাল সাজা দিচ্ছে,
মোবাইলের চার্জার 
২ দিন ধরে লুকাই রাখছে😀🤣
বিয়া করার জন্য খাঁড়া হওয়া জরুরি 👀
নিজের পায়ে নিজে 😀
আমি বুঝিনা,যারা টাইম পাস করতে আসে,
তাদের সাথেই কেন
আমার সত্যিকারের প্রেম হয়ে যায়🥹😁
স্যোশাল মিডিয়ায় সত্যিকারের প্রেমিকা খোঁজা মানে।
বাবা-মায়ের বিয়ের ছবির আ্যলবামে,
নিজের ছবি খোঁজা।😀😀
ছেলেরা/বন্ধুরা টাকা কামাও,
ও নিজ ইচ্ছায় প্রতিদিন দিবে।😳
গোলাপ গোলাপ😀
পাশের বাসার আন্টিকে জিজ্ঞেস করলাম,
আন্টি আপনার মেয়ে কোন কাজ করে😊
:না কাম আরো বারায়😀
মেয়েদের শপিং দুই কথাতেই হয়,
এই কালারে অন্য ডিজাইন দেখাও,
এই ডিজাইনের অন্য কালার দেখাও😀
দুনিয়ায় এতো মানুষ আছে,
তোদের পৃথিবীতে আসা কী খুব জরুরি ছিল😀
সবার জন্ম তো ভিন্ন ভিন্ন সময়ে,
তাহলে সবার বার্থডে 
রাত ১২ টার পর থেকে হয় কীভাবে 🙄😀
মেয়ে : তুমি খুবই কুৎসিত😬
ছেলে : সুন্দর তো আমার মনের মধ্যে,
বাহিরে কী আসে যায়।😎 
তুমি খুব সৌভাগ্যবান,তুমি খুবই সুন্দরী, দেখতে ভালো। 
কিন্তু তোমার হৃদয়ে অন্ধকার,
আর মস্তিষ্ক ফাকা, ব্রেইন হাঁটুতে😀
রাতে সে আসে নাই, তাই হাত দিয়ে করেই ঘুমাই গেছি🙄
হাত দিয়ে করেছি হাতপাখার বাতাস,
যে আসে নাই সে কারেন্ট 😀 
এক বান্ধবী জিজ্ঞেস করছে,
সকালবেলা প্রথমে কী উঠাও ব্রাশ নাকি মোবাইল। 
আমি :আমার সবার প্রথমে যে ওঠে,
তাকে আগে ঘুম পাড়াই😀🤣
ও আমার সাথে কোথাও যেতে চায় না ঘুরতে,
কারন সে জানে,আমার নিয়ত ভাল না😀
মনের চিন্তা ভাবনা আর 
প্রোফাইল পিক বদলাতে সময় লাগে না😀

লেখা চলবে…আরও ক্যাপশন,উক্তি, স্টাটাস যুক্ত হবে।সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

Great friends, I am the writer and founder here. And I share quotes, social media captions, statuses, various poems, rhymes, stories. I also write blogs on various topics. Through which you can get entertainment and it will be useful in your social media and real life.

Sharing Is Caring:

Leave a Comment