✅এই ক্যাটাগরি সেজেছে কিছু রোমান্টিক, প্রেমভাবের কবিতা,ফেসবুক ক্যাপশন, উক্তি নিয়ে।
আপনারা চাইলেই কপি করে,ফেসবুক ক্যাপশনে ব্যাবহার করতে পারবেন।
🚫তবে,লেখাগুলো এই ওয়েবসাইট কিংবা স্বত্বাধিকারী লেখক ব্যতীত অন্য কারো নামে ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
🥰উপভোগ করুন। আপনার এবং আপনার প্রিয়তমার জন্য শুভকামনা। 👇👇
তোমার হাসিতে,আমার হৃদয়ের অসুখ ভাল হয়ে যায়। বলতো,ভালবাসো নাকি চিকিৎসা করো।
আমি ধৈর্য্য কেন ধরতে পারি না,😑 আমি কী করব!তোমাকে দেখার যে অভ্যাস আমার।🥹
তুমি সমুদ্রের কথা বলো!🏞️ মানুষ তো তোমার চোখের মধ্যেই ডুবে যেতে পারে👁️🗨️👩🥰
বিভিন্ন অজুহাতে তোর কথাই বলি,😊 তোমার সাথে দেখা করি সবসময়,চিন্তার জগতে এত বার তো তুই,শ্বাস ও নিতে পারিস না, যতবার তোকে মনে করি।😌
দুনিয়ার সবচেয়ে ছোট দেশ আমার হৃদয়, 😊 যার পুরোটা জুড়েই তুমি বসবাস করো।🥰🔥
মানুষ রূপ দেখে,আর আমি হৃদয় দেখি। মানুষ বড় বড় স্বপ্ন দেখে, আর আমি তোমাকে দেখি। মানুষ পুরো দুনিয়া দেখে, আর আমি পুরো দুনিয়ার মধ্যে শুধু তোমাকেই দেখি।
না ভালভাবে দিন পার করতে পারি, না শান্তিতে ঘুমাতে পারি, সেদিন থেকে,যেদিন তোমাকে দেখেছি।
ভালবাসা কী জটিল অসুখ! জীবন তোমার, কিন্তু ভালবাসার চাহিদা আমার।
আমার কাছে আসো, নয়তো বলো আমিই ঠিকানা হয়ে যাই।
যাই ভাবতে যাই,তুমি চলে আসো ভেবেছিলাম লিখবো গাছ নিয়ে, তুমি তার ফুল আর পাতা হয়ে যাও। ভেবেছি সমুদ্র, তুমি তার ঢেউ হয়ে আসো। ভেবেছি চাঁদ, তুমি জোৎস্না হয়ে ছুটে আসো। ভেবেছি কষ্ট, তুমি আনন্দ হয়ে মুছে দাও। দেখি পথ,তুমি হও গন্তব্য। দেখি ভবিষ্যত,তুমি প্রিয়তমা হয়ে পাশে থাকো। তুমিই কবিতা,তুমিই মনের ছবিটা।
তোমার প্রেমে পরে,নিজকে হুমায়ুনের হিমু মনে হয়। নিজেকে আবিষ্কার করি, প্রেমের কবি হিসেবে।
ঘুম না আসার জন্য কাকে দায়ী করব? তোমাকে নাকি তোমাকে নিয়ে চিন্তায় মগ্ন আমার মস্তিস্ককে।
ঘুম আসে না,মাথায় চিন্তা পোকা। পোকাটি ডেকে তোমার কথা বলে, তোমার নাম ধরে ডাকে,চিৎকার করে। তারপর আমাকে আরও ভাবায়, আর হাসায়। আরো নিদ্রাহীন করে তোলে। কী একটা অবস্থা!!
তুমি যখন ভাবনায়, কষ্ট সব উবে যায়, সেখানে আনন্দরা স্থান পায়।
তোমার জন্য ব্যাকুল হৃদয়, দেখার জন্য আকুল আঁখি। অপেক্ষায় দিনপার, ঘুমহীন রাতপার।
আমার মত তুমিও কী ভাবো কাউকে? না আমাকেই ভেবো তুমিও।
তুমি কোথায়? কতদূরে! তোমার প্রেমের পলি তে আমার হৃদয় উর্বর হয়, প্রেম চারার জন্ম হয় বেড়ে ওঠে..যৌবন পায় সজীবতায়। শুধু তুমিই এখনো আড়ালে।
সাহিত্যের অর্ধেক রস ভালবাসায়। তবে পূর্ণতা জরুরি নয়। তবে অর্ধেকের বেশিও হতে পারে।
লেখা চলবে…আরও ক্যাপশন,উক্তি, স্টাটাস যুক্ত হবে।সঙ্গেই থাকুন।
ধন্যবাদ।
Another Romantic Poetry by
KM Yasin
1.
তোমার চন্ঞলতায়,আমার আবেগের উচ্ছাস।
এ আকুল হৃদয়ের ভাষা,হয় সাহিত্যে বহিঃপ্রকাশ।
তোমার নীরবতা,হৃদয়ে আমার অরাজকতা।
তোমার হাসি,মোর আঁখি দেখে খুশি।
তোমার চরন ধ্বনিও,আমি ওত পেতে শুনি।
তোমার চেচামেচি চিৎকারও, করে হৃদয়ে ভালবাসার সমাহার।
তোমায় খুঁজি দু বেলা,দুপুর আর বিকালবেলা
আঁখির বড় ইচ্ছে তাই!
2.
তুমি স্বপ্নের রাণী,
এই হৃদয়ের রাণী।
তুমি ভালবাসার বাণী।
আমার সংগীতের রাগিনী
মোর সাহিত্যের সঙ্গীনি।
তুমিই সেই সুহাসীনি
যার দীর্ঘ সুকেশিনী।
যার চোখ দুটো হরিণী
তুমি আমার একমাত্র প্রেয়সীনি।
মিশে আছো শিরায়,শিরায় ধমনী
তোমাকেই করার স্বাদ হয়,অর্ধাঙ্গিনী।
3.
তোমার কথার কোলাহল, আমার কাছে লাগে প্রাঞ্জল। তোমার জন্য অপেক্ষায়, হৃদয় হয় উত্তাল। তোমার দেখা পেয়ে, আনন্দে আঁখি করে ছলছল, মন হয় শান্ত আর স্বচ্ছল। তোমার হাসিতে, আমার প্রানে ভালবাসার উৎপল। তোমায় জন্য ঘুমহীন, আঁখি দুটি জ্বলজ্বল। তোমায় পাবার ছক কষে, মস্তিষ্কে হয় চিন্তার পালাবদল। তোমার প্রেমে পরে, বয়ে যায় ডোপামিনের ঝলমল। তোমায় পেতে, পারি দিতে প্রস্তুত সহস্র দাবানল।
4.
তুমি নব কিশোরী, আমি নব যৌবনে, তোমার স্নিগ্ধ চাহনি তোমার কাছে টানে তুমি প্রেমের স্বৈরাচারী প্রেম বোঝো কী বোঝনা! তা আমি জানিনে। হয়তো প্রিয় আমি তোমার কাছে, তাইতো আসো দুয়ারের দ্বারে ছুটে বারেবারে, নানা ছলে,কলে বা কৌশলে। তাই,আমার হৃদয় টানে প্রেমের ঘুর্ণিবানে, তোমারই পানে। হয় না শুধু জাগরনে আসো তুমি আমার পানে নিশীথে,স্বপনে,আড়ালে। কী করব বুঝে পাইনে। এমন সাহস নেই আমার, তোমায় প্রস্তাব জানাবার, ভয় হয় তোমাকে হারাবার। থাকি আমি দ্বীধা দ্বন্দ্বে, অপেক্ষায় আমি দুয়ারের দ্বারপ্রান্তে।
5.
তোমাকে আমার খুব ভাললাগে। তোমার প্রেমে পরা যায়,যে কোন কারনে! যার জন্য শ্বেত,কৃষ্ণ মুখ্য নয়, মুখ্য নয় রূপের এত চাকচিক্যে। তোমাকে ভালবাসতে,শুধু তুমিতেই যথেষ্ট। তোমার সবকিছুই,প্রকৃতির মত রাঙানো। তবুও তুমি,কুশুম কোমল। তুমি হাস্যোজ্জ্বল,তুমি ফুলের মতই শুভ্র। আর তোমার চোখে খেলে, কত প্রজাপতি! আনন্দ আর উচ্ছ্বাসে। তোমার ডাগর চোখগুলো নিয়ে, নতুন কী বলব! ডাগর চোখের বিশেষন আর কীবা দেব! কী যে ভাল লাগে আমার, তোমার চোখের পলক দেখে। যেন মায়ার এক সমুদ্রে, ঢেউ খেলে আনন্দরা। জানো! তুমি শুধু সুন্দর নও, তুমি অনিন্দ্য সুন্দর। তোমার সাদা-হলুদ গালে, মৌমাছিরা বসতে চায়। আমার হৃদয় বলে, মধু আহরন করবে বোলে। তোমার গোলাপ-সুলভ ঠোঁটে, হাসি যেন এক বিষ্ময়। আর চুলগুলো! সে কী বলব। তোমার ঘন কালো কেশ যেন, মনের আনন্দে উড়ে বেড়ায় এদিক সেদিকে। তাইতো,তোমার চুল আমায় বড্ড টানে! তোমার চালচলনে,আমার হৃদয়ে ঘুড়ি উড়ায়। সেই ঘুড়ির নাটাই তো,তোমার কাছেই। যখন ইচ্ছে হয় আমাকে উড়াও, আবার তোমার ইশারায় ঘুড়ির অবসর হয়। তোমার বুলি তো, আমার কাছে জীবনানন্দের কবিতার মতই ভালো লাগে যেন শুনি বার বার,শত বার I আর তোমার কন্ঠের সুর তো হৃদয়স্পর্শী। তুমি প্রেমময়ী, তুমি লাস্যময়ী, তুমি আমার হৃদয়ের বাজনা বাজাও সারাদিন,সারারাত। আর তোমার রূপের সাথে তোমার গুনেরা যেন প্রতিযোগিতায় মশগুল। কত গুন তোমার,বাহ! তোমার জন্য আমি হাসি। আমার ভালো থাকার শতাংশ তুমি। তোমার জন্য আমার কথামালা সুন্দর হয়। তোমার জন্য আমার কবিতা সচ্ছল হয়। তোমার জন্য আমার সাহিত্য নীড় খুঁজে পায়। তোমার জন্য আমার গানের সুর সঠিক পথে বায়,সুরের তাল-লয় পূর্নতা পায়। তোমার জন্য অপেক্ষা। তোমার জন্য স্বপ্ন আসে। তোমাতেই ভোর। তোমার জন্যই আমার, ভালবাসা পূর্ণ জোয়ার পায়। তোমার তুলনা তুমি নিজেই, বলা ছাড়া আর নাই কোন উপায়!
6.
তোমাকে বাড়বার মনে পরছে। তোমার মায়া বর্ণ কন্ঠ আর আবেগের হাসি আমি মিস করছি। তোমার কন্ঠ না শুনলে, তোমার ওই বুলিগুলো আমার কানদ্বয় শ্রবন না করলে আমার দিন-রাত সবই যেন অপূর্ণ লাগে। তোমার ওই কন্ঠে, কথায়,রূপে, চাল চলনে কী যে টানে আমায়! বলে বুঝাতে পারব না। কী মায়া যে কাজ করে! মনে হয় তুমি আমাকে বশীভূত করেছ, তোমার সবকিছুতে। এটাই ভালবাসার সবচেয়ে মধুর অনুভূতিগুলোর মধ্যে অন্যতম। তোমাতে আমি হারিয়ে যাবার জন্য মন ব্যকুল হয়ে আছে। এই ভালবাসার বহিঃপ্রকাশ যে করতে পারছি না তোমার কাছে। এত সাহসে আমার যেন কুলচ্ছে না। আমি কী যে করব! তুমি তো বুঝতে পারো,তাইনা! ভালোবাসবে তো আমায়!! আমি তোমার কথা ভেবে নির্ঘুম রাত কাটাই, এটা যানো তুমি! আমার হৃদয়ের আকুলতা কী তোমার বিশ্বাস হয়!! আমার ভালবাসার আচ কী বুঝতে পারবে তুমি? তোমার পছন্দের কী হব আমি? এসব ও কম চিন্তা নয়। জানিনা,আমার এই ফুল অন্য সব ফুলের মত যারা ঝরে গিয়েছে, যে ফুল ফোটেই নি। সেসবের মত হবে নাকি তুমি সেই ফুল হবে, যে ফুল চিরসাথী হবে আমার, যে ফুটবে ভরা গোলাপের ন্যায়,যে ঝরে যাবে না। আমি জানিনা কী হবে। কিন্তু তোমাকে ভালবাসার ব্যাকুলতা থামবে না, এ আমি জানি।
7.
তোমাকে নিয়ে লিখতে হলে,
তোমাকে ভাবনার উর্ধ্বে নিয়ে যেতে হবে।
সাহিত্যের ঝর্ণাধারায়,তুমি আসবে চিন্তার উর্ধ্বলোকে।
যেখানে তোমার কেশ,কর্ণ,আখিদ্বয়,
তোমার হৃদয় সবাই জায়গা করে নেবে।
আসবে তোমার সকল রূপ,গুনের জয়গান।
থাকবে তোমার চালচলন।
কথাবার্তা, আসা যাওয়া,মন্দলাগা,ভাললাগা।
তাইতো,তুমি প্রিয়তমা।
তুমিই কবিতার বর্ণনা।
হৃদয়ের অহনা,
সাহিত্যের গহনা,
একটু মিউ শব্দ করনা!😊
যারও হবে বর্ণনা।
সাহিত্য ও এতো সোজানা।
যে সবাই করবে তোমার সব রূপ,গুনের উদঘাটনা আর দেবে সাবলীল বর্ণনা।
যার জন্য থাকা চাই,প্রেমিক মনের আলোচনা।
থাকতে হবে,প্রেমিক মস্তিষ্কে, তোমায় নিয়ে গাঢ় চিন্তাভাবনা।
মনকে জানাতে চাইনা কোন সমবেদনা,যে তোমায় পাবোনা।
সর্বোপরি তুমিই আমার লেখার বন্দনা।
শুধুই ছন্দ না,তুমি গদ্য, পদ্যেরও ললনা।
একটু ভালই নাহয় বেসো,হয়ো না অন্জনা।😊