শীতকাল তো শুধু শরীর কে ঠান্ডা করে,
আমার হৃদয় শীতল হওয়ার জন্য তুমিই যথেষ্ট।
তোমার শীতের রোদের মত হাসিমুখ, আমার হৃদয়ে উষ্ণতার উচ্ছ্বাস।
অস্থির ঠাণ্ডায় শরীরটা খুব কাঁপছে, কিন্ত প্রতিটা স্মৃতি আমার হৃদয় পোড়াচ্ছে।
এই ঠাণ্ডা রাত আর তার অন্ধকারও আমার ভাল লাগে। তোমার মিষ্টি কথায়।
তোমাকে মনে রাখার ঋতু প্রতিশোধের, যা হবে উতপ্ত গ্রীষ্মকাল। কিন্তু হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেছে যেন শীতকাল।
এই ঠান্ডা বাতাসের সাথে,তুমি কী জাদু করেছ? বাতাস বুকে লাগতেই,তোমায় ভেবে বুক হচ্ছে বরফের মত হিমশীতল।
এবার শীত এলে, একদিন আমি খুব ফিটফাট বাবুমশাই বণে যাব, তারপর এক শুভ্র,আদ্র,স্বল্প কুয়াশাচ্ছন্ন বিকেলে তোমাকে নিয়ে প্রকৃতি ভ্রমনে বের হবো। তোমার মতই সতেজ একটি কাটাবিহীন গোলাপ তোমার কর্নে গুজে দেবো। তুমি খুশিতে হাসোজ্জল হবে। তারপর সুন্দর গোলাপটি আমার হাতে নিয়ে, তোমার আর গোলাপের সৌন্দর্যের প্রতিযোগিতা করাব। যেখানে গোলাপটি নিমিষেই হেরে গিয়ে, জলদি শুকাতে চাইবে। আর তুমি আনন্দে আবেগঘন হবে। আর আমায় খুব ভালবাসবে।
জীবন দর্শন আনন্দ এবং দুঃখের। কখনো বৃষ্টি কখনো বসন্ত মাঝে মাঝে প্রচন্ড ঠান্ডা..!
শীতের ঠান্ডা বাতাস কী, হৃদয়ের উত্তাপ ঠান্ডা করতে পারে?
আমি একবার এক বিষণ্ণ ডিসেম্বরকে জড়িয়ে ধরেছিলাম, তাই আমার হৃদয় কুয়াশা গ্রাস করেছিল।
হাসতে ভুলে গেছি, সেও হয়তো কাঁদছে ঠাণ্ডা রাতে আগুন জ্বালিয়ে আমিও, আমার পথ খুঁজে নেব।
সুখে-দুঃখে,গরমে-ঠাণ্ডায়,বন্যায়, তোমার স্মৃতিও আছে, আমার মনের মনিকোঠায়।
এই ঠান্ডা হাওয়া, আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমার দু:খগুলোও ঘুমিয়ে পড়ুক।
ঠাণ্ডা ও গরমের কোনো কারণ নেই। আমি শুধু আবহাওয়া দেখে প্রেমে পড়ি না।
এই ঠান্ডা রাতে আমার বাহুতে উষ্ণতা চাই। কিন্তু তুমি কোথায়, আর তোমার ভালবাসা?
শীত ঋতুতে, ভালবাসার শীতলতাও অনুভব করা জরুরি।
এই ঠান্ডা বাতাসের মাঝে আমি, হ্যা আমি তোমার প্রেমে পড়ে গেছি..!
এই ঠান্ডা আবহাওয়া খুব সুন্দর একটু বাইরে তাকাও..!
এই শীতে কিছু আগুন তোমার কাছে থাকুক, তোমার শরীর উষ্ণ রাখুক। আর মনের আগুন, সব আমার হোক। শুধু আমারই সঙ্গী হোক।
If you wanna read bangla facebook caption then visit here…